Satadru Dutta | ২৩ কোটির দুর্নীতি, ২০ লক্ষ টাকা আত্মসাৎ! রবিতেও জামিন খারিজ শতদ্রুর

আদালত থেকে বেরিয়ে সরকারি আইনজীবী জানান, একগুচ্ছ অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে।
যুবভারতী কাণ্ডে কড়া আদালত। রবিবারও শতদ্রুর জামিনের আর্জি খারিজ বিধাননগর মহকুমা আদালতের। সরকারি আইনজীবী জানিযেছেন, কলকাতা ছাড়া বাকি তিন শহরে মেসির অনুষ্ঠানের জন্য দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। তবে কলকাতায় ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বরাদ্দ ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেন শতদ্রু। টিকিট বিক্রি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের পরিমান মিলিয়ে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- খেলাধুলা
- লিওনেল মেসি
- শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ
- জামিন খারিজ
