Sarfaraz Khan | বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম হাফসেঞ্চুরি করে নজির গড়লেন সরফরাজ খান!

Thursday, January 8 2026, 3:06 pm
Sarfaraz Khan | বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম হাফসেঞ্চুরি করে নজির গড়লেন সরফরাজ খান!
highlightKey Highlights

বিজয় হাজারে ট্রফিতে নজির গড়লেন সরফরাজ খান। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন তিনি।


ওয়ান ডে টিমে সুযোগ মেলে নি। ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠলেন সরফরাজ খান। বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ বলে পঞ্চাশ করেন সরফরাজ। এদিন খেলতে নেমে মুম্বইয়ের এই ক্রিকেটার ২০ বলে ৬২ রান করেছেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। যদিও ম্যাচ জিততে পারলো না মুম্বই। ২১৬ রান তাড়া করতে গিয়ে অঙ্গকৃশ রঘুবংশী ও মুশির খান যথাক্রমে ২৩ ও ২১ রানে ফিরে যান। অধিনায়ক শ্রেয়স আইয়ার ফেরেন ৪৫ রানে। সূর্যকুমার যাদব, শিবম দুবে ও হার্দিক তামোর যথাক্রমে ১৫,১২ ও ১৫ করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File