Sarabjot Singh | মিউনিখ পিস্তল বিশ্বকাপে সোনা জিতলেন ২২ বছরের ভারতীয় শুটার সরবজ্যোত সিং!
Saturday, June 8 2024, 11:09 am
Key Highlightsবিশ্ব দরবারে ফের উজ্জ্বল ভারতের মুখ। সোনা জিতলেন ২২ বছরের শুটার সরবজ্যোত সিং।
বিশ্ব দরবারে ফের উজ্জ্বল ভারতের মুখ। সোনা জিতলেন ২২ বছরের শুটার সরবজ্যোত সিং। মিউনিখে (জার্মানি) ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ রাইফেল/পিস্তলে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতলেন সরবজ্যোত। তিনি ২৪২.৭ শট করে চীনের বু শুয়াইহাংকে ০.২ পয়েন্টে হারান। ব্রোঞ্জ জেতেন জার্মানির রবিন ওয়াল্টার। এর আগে বুধবার কোয়ালিফাই ম্যাচে যোগ্যতা অর্জন করতে ৫৮৮ স্কোর করেছিলেন সরবজ্যোত।

