Santosh Trophy । খরা কাটিয়ে বাংলায় এসেছে সন্তোষ ট্রফি, দলের ফুটবলারদের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Thursday, January 2 2025, 4:32 pm
highlightKey Highlights

নতুন বছরের শুরুতে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি।


বছরের শেষদিনে বাংলা দলের ছেলেদের হাত ধরে সন্তোষ ট্রফি এসেছে বাংলায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান দলের সদস্যেরা। নবান্ন সভাঘরে সন্তোষজয়ী বাংলা দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক সদস্যেকে দেন বিশেষ উপহার। ট্রফিজয়ী স্কোয়াডের সঙ্গে ছবিও তোলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। সদস্যেদের জন্যে বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ট্রফিজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File