Santosh Trophy | সন্তোষ ট্রফির প্রথম ম্যাচেই জয় বাংলার, ৪ গোলে নাগাল্যান্ডকে ওড়ালো সঞ্জয় সেনের ছেলেরা
Wednesday, January 21 2026, 2:14 pm

Key Highlightsগতবারের চ্যাম্পিয়ন হওয়ায় এ বার বাংলার উপর প্রত্যাশার চাপও ছিল বেশি। তারা সব সামলে শুরুটা চ্যাম্পিয়নের মতই করল।
বুধবার, ২১ জানুয়ারি অসমে সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে খেলতে নেমছিল বাংলা। বিপক্ষে ছিল নাগাল্যান্ডের ছেলেরা। গত বারের চ্যাম্পিয়ন বাংলার কাছে প্রথম ম্যাচটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। সব সামলে দুর্দান্ত শুরু সঞ্জয় সেনের ছেলেদের। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন অধিনায়ক রবি হাঁসদা। হাড্ডাহাড্ডি ম্যাচের ৩৩ মিনিটে হেডে গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৮ মিনিটে বাংলার হয়ে তৃতীয় গোল কোড়লেন আকাশ হেমরাম। খেলা শেষের ঠিক আগে চতুর্থ গোল আকিব নওয়াবের। প্রথম ম্যাচেই অপ্রতিদ্বন্ধী জয় পেলো বাংলা।


