Sanju Samson | আঙুল ভাঙল সঞ্জু স্যামসনের! কত মাস মাঠের বাইরেই থাকতে হবে ভারতীয় ওপেনারের?

Monday, February 3 2025, 5:20 pm
highlightKey Highlights

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে খেলতে গিয়ে আঙুল ভাঙল সঞ্জু স্যামসনের!


ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে খেলতে গিয়ে আঙুল ভাঙল সঞ্জু স্যামসনের! প্রথম ওভারেই জোফ্রা আর্চারকে একটি বাউন্ডারি মারার পরের ওভারের তৃতীয় বলটি এসে লাগে সঞ্জু হাতে। কিন্তু তখনও বোঝা যায়নি চোটের ব্যপকতা। ফলে চোট হাতেই খেলছিলেন সঞ্জু। এরপর তিনি আউট হলে ড্রেসিং রুমে ফিরতেই বুঝতে পারেন আঙুল ফোলা শুরু করেছে। ম্যাচের পর চোটের জায়গায় স্ক্যান করা হলে জানা যায় ডানহাতের তর্জনীতে ফ্র্যাকচার হয়েছে তাঁর। এই চোটের কারণে কমপক্ষে এক মাস মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File