Sanjog Gupta | ICC-র উচ্চপদে আরেক ভারতীয়! চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পেলেন সংযোগ গুপ্তা!

Monday, July 7 2025, 3:52 pm
highlightKey Highlights

সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নিচ্ছেন সংযোগ।


ICCতে দাপট বাড়লো ভারতীয়দের। চেয়ারম্যান জয় শাহর পর ICCর উচ্চপদে বসলেন আরেক ভারতীয়, সংযোগ গুপ্তা। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নিচ্ছেন সংযোগ। এই নিয়ে সপ্তম সিইও পেল ICC। এতদিন এই পদে ছিলেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস। উল্লেখ্য, এই পদ অতীব গুরুত্বপূর্ণ কারণ, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূচি তৈরি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয়, ICCর সম্প্রচার স্বত্ত্ব, সবটাই দেখতে হয় চিফ এক্সিকিউটিভকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File