Sanjay Kapoor | পোলো খেলতে গিয়ে অসুস্থ, প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর
Friday, June 13 2025, 5:18 am
Key Highlightsপ্রয়াত অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। বয়স হয়েছিল ৫৩ বছর।
মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন শিল্পপতি এবং বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। সূত্রের খবর, বৃহস্পতিবার ব্রিটেনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ভারতের মোটরগাড়ি ব্যবসার অন্যতম অগ্রণী শিল্পপতি ছিলেন সঞ্জয় কাপুর। আন্তর্জাতিক অটো কম্পোনেন্ট কোম্পানি সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০৩ সালে অভিনেত্রী করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। কারিশমা এবং সঞ্জয়ের দুই সন্তান সামাইরা এবং কিয়ান মায়ের কাছেই বড়ো হয়েছে।
- Related topics -
- বিনোদন
- করিশ্মা কাপুর
- স্বামী-স্ত্রী
- মৃত্যু
- অভিনেত্রী
- বলিউড
- দেশ

