সত্যজিৎ রায় পুরস্কার চালুর ঘোষণা কেন্দ্রের। বাবার ১০০ তম জন্ম জয়ন্তীতে সঠিক ঘোষণা: সন্দীপ রায়

সেলিব্রিটি২৩ ফেব্রুয়ারি ২০২১
সামনেই আসন্ন নির্বাচন। আর তার আগেই প্রকাশ জাভড়েকরের ঘোষণা করলেন দাদাসাহেব ফালকের মতোই 'সত্যজিৎ রায় পুরস্কার' (Satyajit Ray Award) চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা জল্পনার শুরু হলেও সন্দীপ রায় এই সিদ্ধান্তে খুব খুশি বলেই জানিয়েছেন। অনেকের মতে, ভারত কেন গোটা পৃথিবীর বরেণ্য পরিচালক হলেন সত্যজিৎ রায়, ঘটনাচক্রে তিনি একজন বাঙালি। আর নির্বাচনের আগে এই পুরস্কার ঘোষণা করে শাসিত দল বাঙালির মনে সারা ফেলতে চেয়েছেন।
সূত্র:zeenews.india.com
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।