ওয়েবসিরিজ ‘রে’ নিয়ে অকপটে মুখ খুললেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়

Sunday, June 27 2021, 8:22 am
ওয়েবসিরিজ ‘রে’ নিয়ে অকপটে মুখ খুললেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়
highlightKey Highlights

গত শুক্রবার OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘রে’-এর প্রথম সিজন। ‘রে’ এর প্রথম সিজন তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প নিয়ে। এই সিরিজ নিয়ে এবার রীতিমতো প্রশ্ন তুললেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। তিনি বললেন, “Netflix কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল। এবং আমার বাবার গল্পের উপর কাজ করা নিয়ে আমার অনুমতি চেয়েছিল। আমি কোনও রকম সঙ্কোচ না করে অনুমতি দিই। কিন্তু তার পরে আমার সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেননি। ওই গল্পের ফাইনাল স্ক্রিপ্ট-ও আমার কাছে পাঠানো হয়নি। এমনকি, চূড়ান্ত কাজও আমাকে দেখানো হয়নি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File