R G Kar | ' তিলোত্তমা ' ধর্ষণ ও খুন কান্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল
Saturday, September 14 2024, 5:05 pm
Key Highlightsতিলোত্তমা ধর্ষণ-খুন মামলায় সিবিআই টালা থানার প্রাক্তন ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে।
আরজি কর ধর্ষণ ও খুন কান্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ! গ্রেফতার টালা থানার সেই অভিজিৎ মণ্ডল।সিবিআই সূত্রে খবর, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে সন্দেহ তাদের। দুই, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই দুই প্রাথমিক কারণকে সামনে রেখেই গ্রেফতার বলে খবর।সিবিআই প্রথম থেকেই অভিযোগ করছিল ক্রাইম সিন বা ঘটনাস্থলে কিছু বদল এসেছে। কিছু প্রমাণ লোপাটও করা হয়েছে বলে অনুমান তাদের। এই বিষয়কে স্ক্যানারে রেখে টালা থানার সেই সময়ের ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
-  Related topics - 
 - আর জি কর কান্ড
 - আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
 - ক্রাইম
 - সিবিআই
 

 