Sandip Ghosh | হাইকোর্টে সন্দীপ ঘোষের বড় ধাক্কা! আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের আবেদন খারিজ
Monday, November 11 2024, 8:08 am

'এই মুহূর্তে জেলে রাখা বেআইনি', এই আবেদন জানিয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
'এই মুহূর্তে জেলে রাখা বেআইনি', এই আবেদন জানিয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার আইনজীবীর যুক্তি ছিল, গত ৭ অক্টোবরের পর সন্দীপ ঘোষকে ২১ অক্টোবর ফের নিম্ন আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু সেদিনও সিবিআই সন্দীপ ঘোষকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি। ফলে এই মহুর্তে তাকে জেলে রাখা বেআইনি। তবে সেই আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্ক ঘোষের সাফ নির্দেশ, এ বিষয়ে সিবিআইয়ের বিশেষ আদালতেই আবেদন করতে হবে তাকে।