R G Kar | জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলো স্বাস্থ্য ভবন! সরানো হলো সন্দীপ ঘোষ,আরজিকরের নয়া অধ্যক্ষ সহ ৩ জনকে

Wednesday, August 21 2024, 4:46 pm
R G Kar | জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলো স্বাস্থ্য ভবন! সরানো হলো সন্দীপ ঘোষ,আরজিকরের নয়া অধ্যক্ষ সহ ৩ জনকে
highlightKey Highlights

ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষর পদ থেকে সরানো হলো সন্দীপ ঘোষকে। অপসারিত আরজিকরের নতুন অধ্যক্ষ সুহৃতা পালও!


স্বাস্থ্য ভবনের বড় সিদ্ধান্ত! ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষর পদ থেকে সরানো হলো সন্দীপ ঘোষকে। অপসারিত আরজিকরের নতুন অধ্যক্ষ সুহৃতা পালও! বুধবার দুপুরে স্বাস্থ্য ভবন চত্বরে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের অন্যতম দাবি ছিল, সন্দীপ ঘোষ সহ ঘটনার দিন আরজিকরে শীর্ষপদে যাঁরা ছিলেন তাঁদের অন্য কোনও প্রশাসনিক পদে নিয়োগ করা যাবে না। এরপর সন্ধ্যায় সন্দীপ ঘোষ,সুহৃতা পাল, এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও পদ থেকে সরানোর কথা জানালেন স্বাস্থ্য সচিব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File