Bagnan Accident | বাগনানে বালিবোঝাই লরি ও গাড়ির সংঘর্ষ! দুর্ঘটনায় মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের!

Monday, March 17 2025, 6:33 am
highlightKey Highlights

বালিবোঝাই লরি ও গাড়ির সংঘর্ষে হাওড়ায় মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের।


বালিবোঝাই লরি ও গাড়ির সংঘর্ষে হাওড়ায় মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে বম্বে রোডের উপর। জানা গিয়েছে, গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘ থেকে মহিষাদলের দিকে রওনা হয়েছিল সন্ন্যাসী সহ ৮ জন। তবে বম্বে রোডের বাগনানের কাছে আচমকা টাটা ৪০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপারে গিয়ে পড়ে। সেসময় উলটোদিক অর্থাৎ কলকাতার দিক থেকে একটি বালিবোঝাই লরি আসছিল। উভয়ের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় এক সন্ন্যাসী ও সেবকের। গুরুতর জখম হন আরও ৬জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File