‘এটা সিনেমার সেট না’, NCB-কর্তা ওয়াংখেড়ের কাছে ধমক খেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে!

Monday, October 25 2021, 4:47 pm
‘এটা সিনেমার সেট না’, NCB-কর্তা ওয়াংখেড়ের কাছে ধমক খেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে!
highlightKey Highlights

আরিয়ান খান মাদক মামলায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি শাহরুখ পুত্রের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে কথা বলতেন। হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসতেই এনসিবির কড়া নজরে আছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। গত বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সঙ্গে তাঁকে জেরার জন্য হাজিরা দেওয়ার সমনও ধরানো হয়। বৃহস্পতি ও শুক্রবার এনসিবি অফিসে এসেছিলেন অনন্যা আর সেই দু'দিনই দেরি করে পৌঁছেছেন তিনি। সেই কারণে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এনসিবি জোর ধমক দেয় অনন্যাকে। বলেন, ‘এটা তোমার ছবির সেট না’!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File