আন্তর্জাতিক

Marriage Law | থাইল্যান্ডে এবার বিয়ে করা যাবে সমলিঙ্গকেও! দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এই প্রথমবার স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে!

Marriage Law | থাইল্যান্ডে এবার বিয়ে করা যাবে সমলিঙ্গকেও! দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এই প্রথমবার স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে!
Key Highlights

স্বামী-স্ত্রী নয় ম্যারেজ পার্টনার বা বিবাহিত সঙ্গী! থাইল্যান্ডে স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে।

স্বামী-স্ত্রী নয় ম্যারেজ পার্টনার বা বিবাহিত সঙ্গী! থাইল্যান্ডে স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে প্রথমবার থাইল্যান্ডে আইনি স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে। থাইল্যান্ডের সেনেটে মোট সদস্যের ১৫২ সংখ্যার মধ্যে ১৩০ জন পক্ষে ভোট দিয়েছেন, ৪ জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং ১৮ জন ভোটই দেননি। বিল পাশ হওয়ার পর এবার ওই বিলে সই করবেন রাজা মহা বাজিরালংকর্ণ। এই আইন তৈরি হওয়ার ১২০ দিনের মধ্যে তা কার্যকর হবে।