Salman Rushdie | সলমন রুশদির হামলাকারীর ২৫ বছরের কারাবাসের সাজা ঘোষণা করলো আদালত

Friday, May 16 2025, 5:54 pm
highlightKey Highlights

‘দ্য স্যাটানিক ভার্সেস’এর লেখক তথা বুকারজয়ী লেখক সলমন রুশদির উপরে হামলায় দোষী সাব্যস্ত হাদি মাতার ২৫ বছরের কারাবাসের সাজা দিল আদালত।


নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’ এর লেখক তথা বুকারজয়ী সলমন রুশদি। শরীরের ১৫টি জায়গায় বারবার ছুরির কোপ মারা হয়েছিল ৭৭ বছরের সাহিত্যিককে। ‘খুনের চেষ্টা’ ও ‘সশস্ত্র হামলা’র অভিযোগে গত ফেব্রুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত হাদি মাতারকে। শুক্রবার নিউ জার্সির চাউটাউকুয়া কাউন্টি আদালত তাকে ২৫ বছরের কারাদণ্ড দিলো। উল্লেখ্য, এই হামলার পর এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন লেখক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File