Salman Khan | বাড়িতে ঢুকে হত্যা, বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেলেন সলমন!

Monday, April 14 2025, 8:18 am
highlightKey Highlights

, সোমবার সকালে মুম্বই ট্রাফিক পুলিশের হেলপ লাইন ওয়াটসঅ্য়াপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়ে।


নতুন করে মৃত্যু হুমকি পেলেন অভিনেতা সলমন খান! জানা গিয়েছে, সোমবার সকালে মুম্বই ট্রাফিক পুলিশের হেলপ লাইন ওয়াটসঅ্য়াপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়ে, যেখানে দাবি করা হয়েছে যে তারা অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করবে এবং তাঁর গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। ইতিমধ্যে মুম্বই পুলিশ নতুন করে একটি অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, গত ২ বছর ধরে সলমন এবং তাঁর পরিবারের সদস্য সহ বাবা সেলিম খান, অসংখ্য মৃত্যুহুমকির শিকার হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File