Salary Allowance | এক লাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদ এবং প্রাক্তন সাংসদদের!

সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ১ লক্ষ থেকে সাংসদদের বেতন বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার টাকা।
এক লাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদ এবং প্রাক্তন সাংসদদের। সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ১ লক্ষ থেকে সাংসদদের বেতন বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার টাকা। পাশাপাশি সাংসদদের দৈনিক ভাতাও বৃদ্ধি পেয়েছে। তা দু’হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের পেনশনও বাড়িয়ে ২৫ হাজারের বদলে ৩১ হাজার টাকা করা হয়েছে। সংসদ সদস্য এবং প্রাক্তন সদস্যদের বেতন, দৈনিক ভাতা, পেনশন এবং অতিরিক্তি পেনশন বৃদ্ধি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।