Saif Ali Khan Attacker | সইফের আততায়ীর সাথে বাংলাদেশ যোগ ! বিস্ময়কর তথ্য উঠে এলো পুলিশের জেরায়
মুম্বইয়ের থানে থেকে ইতিমধ্যেই গ্রেফতার সইফ আলি খানের হামলাকারী। মুম্বই পুলিশের দাবি গ্রেফতার ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক।
থানেতে পুলিশের জালে ধরা পড়েছে সইফ আলি খানের হামলাকারী। তাঁর জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে মুম্বাই পুলিশ। জিনিসপত্র ঘেঁটে তাঁদের সন্দেহ হচ্ছে গ্রেফতার ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় হামলাকারী নিজের নাম বিজয় দাস বললেও পরবর্তীতে পুলিশের তদন্তে জানা গেছে তাঁর আসল নাম শরিফুল ইসলাম সাজ্জাদ। বয়স ৩০ বছর। সে বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে তার নাম পরিবর্তন করেছে। পাঁচ ছ'মাস আগে মুম্বই এসে সে একটি হাউসকিপিং এজেন্সিতে চাকরি নেয়।