তাহলে কি এই বড়দিনে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে "বান্টি অর বাবলি ২" ?
Wednesday, November 11 2020, 9:13 am
Key Highlightsকরোনা পরিস্থিতির জন্য সব থিয়েটার, সিনেমা হল বন্ধ হয়ে গেছিল, তাই বিনোদন বাঁচিয়ে রাখতে প্রায় সকল চলচ্চিত্র নির্মাতারা OTT প্লাটফর্মের দিকে এগোলেও 'যশ রাজ্ ফিল্মস' কিন্তু সেই রাস্তায় যাননি। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার প্রেক্ষাগৃহগুলি পুনরায় চালু করার অনুমোদন দিয়েছে। রানী মুখার্জী, সাইফ আলী খান, সিদ্বান্ত চতুর্বেদী এবং সর্বারি ওয়াগ অভিনীত সিনেমা "বান্টি অর বাবলি ২" সূত্রের খবর অনুযায়ী এই বছরের ক্রিস্টমাসে থিয়েটারে মুক্তি পেতে পারে।
- Related topics -
- বিনোদন
- যশ রাজ্ ফিল্মস
- রানী মুখার্জী
- সাইফ আলী খান
- বলিউড
- ভারতীয়
- করোনা ভাইরাস

