Modi in Ayodhya Temple | 'যজ্ঞ সম্পন্ন, গেরুয়া পতাকার ছায়ায় হাজার ক্ষতের নিরাময়', ধ্বজা উত্তোলনে উচ্ছাস মোদির!

Tuesday, November 25 2025, 9:24 am
Modi in Ayodhya Temple | 'যজ্ঞ সম্পন্ন, গেরুয়া পতাকার ছায়ায় হাজার ক্ষতের নিরাময়', ধ্বজা উত্তোলনে উচ্ছাস মোদির!
highlightKey Highlights

মঙ্গলবার বেলা ১১টা বেজে ৪৮ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উত্তোলন হল রাম মন্দিরের গেরুয়া ধ্বজা।


মঙ্গলবার বেলা ১১টা বেজে ৪৮ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উত্তোলন হল রাম মন্দিরের গেরুয়া ধ্বজা। এই পতাকা উত্তোলন অনুষ্ঠান ঘিরে লাখো মানুষের ভিড়। এসেছেন ৭ হাজার বিশিষ্ট অতিথি। ধ্বজা উত্তোলনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষত সারল। আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হল। সারা ভারত, বিশ্ব হয়ে উঠল রামময়। রামলালার প্রতিটি ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তির। এই গেরুয়া ধ্বজা শুধু একটা পতাকা নয়। এটা ভারতীয় সভ্য়তারও প্রতীক।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File