দেশ

Journalist Murder | সাংবাদিকের রহস্যমৃত্যু ! উত্তর আন্দামানে মিললো সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ

Journalist Murder | সাংবাদিকের রহস্যমৃত্যু ! উত্তর আন্দামানে মিললো সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ
Key Highlights

সাহসী সাংবাদিকতার বলি! উত্তর আন্দামানে অর্ধদগ্ধ দেহ উদ্ধার সাংবাদিকের।

সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর আন্দামানে। পুলিশ সূত্রে খবর, মৃত সাংবাদিকের নাম শাদেব দে (৩৮)। তিনি ‘রিপাবলিক আন্দামান’ নামের একটি চ্যানেল চালাতেন। ২৯ মার্চ রাতে নিখোঁজ হয়ে যান শাদেব। মঙ্গলবার স্থানীয় দেশবন্ধুনগরের দিগলিপুরের একটি মাঠ থেকে তাঁর পোড়া দেহ উদ্ধার হয়। এঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঐ এলাকায় অবৈধ ভাবে মাটি কাটা, কাঠপাচার, মদের কারবার, জুয়াচক্র নিয়ে খবর করছিলেন শাদেব। তার জেরেই এই খুন হয়েছে বলে সন্দেহ।