Arjun Tendulkar | মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন শচীন পুত্র! সোয়াপ ডিলের মাধ্যমে বদলাচ্ছেন দল
Wednesday, November 12 2025, 5:37 pm
Key Highlightsসোয়াপ ডিলের মাধ্যমে তিনি যাবেন এলএসজি-তে। আর শার্দুল ঠাকুরের পিঠে উঠবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি।
আইপিএল মিনি নিলামে অর্জুন ও শার্দূলের সোয়াপ ডিল নিয়ে চর্চা ক্রিকেট অন্দরে। জাজ গিয়েছে এবারের নিলামে সম্ভবত লখনউ সুপার জায়ান্টসে যোগ দিতে চলেছেন শচীন তেণ্ডুলকর পুত্র অর্জুন। বদলে শার্দুল ঠাকুরের পিঠে উঠবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি। উল্লেখ্য, অর্জুন মুম্বইয়ের হয়ে সাকুল্যে চারটি ম্যাচ খেলেছেন। এদিকে শার্দূল ঠাকুর এলএসজির হয়ে খেলেছেন ১০টি ম্যাচ। ব্যাট হাতে মাত্র ১৮ রান করলেও বল হাতে নিয়েছেন ১৩টি উইকেট। চর্চায় রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসনের সোয়াপ ডিলও। যদিও নিশ্চিত করে জানায়নি কোনো দলই।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল
- আইপিএল
- আইপিএল ফাইনাল
- ক্রিকেট
- ক্রিকেটার
- ipl
- সচিন তেন্ডুলকার
- অর্জুন তেন্ডুলকার

