Sachin Tendulkar | BCCI প্রেসিডেন্ট হচ্ছেন 'লিটল মাস্টার'? অবশেষে মুখ খুললেন শচীন

Thursday, September 11 2025, 4:48 pm
highlightKey Highlights

রজার বিনির জায়গায় সচিন তেন্ডুলকর BCCI প্রেসিডেন্ট হতে পারেন।


রজার বিনির পর BCCI-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে শচীন তেন্ডুলকরের নাম সামনে এসেছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল স্বয়ং জয় শাহ প্রস্তাব দিয়েছিলেন লিটল মাস্টারকে। এবার শচীন তেন্ডুলকরের টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হলো, ‘আমাদের নজরে এসেছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে সচিন তেন্ডুলকরের নাম বিবেচনা বা মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে কিছু খবর ও গুজব ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কিছু ঘটেনি। আমরা সংশ্লিষ্ট পক্ষকে ভিত্তিহীন জল্পনা কল্পনার দিকে মনোযোগ না দেওয়ার জন্য অনুরোধ করছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File