S Jaishankar | ' ভারত-পাক সংঘাত চলাকালীন ট্রাম্প-মোদীর মধ্যে হয়নি কথা'! সাফ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর!

২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে কোনও কথাই হয়নি বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারত পাকের সংঘাত স্থগিতের মধ্যে নেই ট্রাম্পের ভূমিকা। এমনকি ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে কোনও কথাই হয়নি বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় জবাব দিতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, “যখন অপারেশন সিঁদুর শুরু হয়, একাধিক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝার জন্য এবং কতদিন এই সংঘাত চলবে। আমরা জানিয়েছিলাম, আমরা কোনও ধরনের মধ্যস্থতায় রাজি নই। আমাদের ও পাকিস্তানের মধ্যে যা হবে, তা দ্বিপাক্ষিকই হবে।”