S Jaishankar | তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের, ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে আলোচনায় ভারত!

Friday, May 16 2025, 5:51 am
S Jaishankar | তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের, ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে আলোচনায় ভারত!
highlightKey Highlights

ভারত পাক সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস জয়শংকর।


ভারত পাক যুদ্ধবিরতির আবহে এবার নজিরবিহীন আলাপ। তালিবান বিদেশমন্ত্রীর সাথে কথা বললেন বিদেশমন্ত্রী জয়শংকর। এদিন এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেন, ‘আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলায়ি আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে। তিনি যেভাবে পহেলগাঁও হামলার নিন্দা করেছেন, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছি।’ বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ আবহে পাকিস্তানের শত্রুর সাথে হাত মেলাচ্ছে ভারত। উল্লেখ্য, দিনকয়েক আগে কাবুলে গিয়ে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের ডিরেক্টর আনন্দ প্রকাশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File