Indian S-400 | এবার দেশেই তৈরী হবে এস-৪০০! DRDO এর নেতৃত্বে তৈরী হবে মিসাইল ডিফেন্স সিস্টেম!

DRDO এর নেতৃত্বে এই ডিফেন্স সিস্টেম তৈরি করবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড বা BEL। এই ডিফেন্স সিস্টেমটি কাজ করবে এস ৪০০ এর মতোই।
অপারেশন সিঁদুরে পাকিস্তানের হামলা প্রতিহত করে দেশকে রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে রুশ নির্মিত এস ৪০০ ডিফেন্স সিস্টেম। এস ৪০০ এর সাফল্যের পর এবার দেশেই মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরী করার সিদ্ধান্ত নিলো ভারত সরকার। জানা গিয়েছে, DRDO এর নেতৃত্বে এই ডিফেন্স সিস্টেম তৈরি করবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড বা BEL। এই ডিফেন্স সিস্টেমটি কাজ করবে এস ৪০০ এর মতোই। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট কুশ’। মনে করা হচ্ছে, ১২ থেকে ১৮ মাসের মধ্যেই প্রথম প্রোটোটাইপ মিসাইল তৈরি হয়ে যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- শক্তিশালী মিসাইল
- ডিআরডিও