Russian Satellite | মহাকাশে ধ্বংস রাশিয়ান উপগ্রহ! আপৎকালীন মহাকাশযানে উঠলেন নভশ্চরেরা!
Sunday, June 30 2024, 7:55 am

মহাকাশেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে রাশিয়ান উপগ্রহ রিসার্স-পি১।চারপাশে ছিটকে গিয়েছে শতাধিক টুকরো।
মহাকাশেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে রাশিয়ান উপগ্রহ রিসার্স-পি১। চারপাশে ছিটকে গিয়েছে শতাধিক টুকরো। এই বিস্ফোরণের কারণে চিন্তায় বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাগুলি। সূত্রের খবর, ঘটনাটি যখন ঘটেছে তখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন কমপক্ষে ন’জন। ঘুম থেকে উঠে নভশ্চরেরা আপৎকালীন মহাকাশযানে উঠে পড়েন। প্রায় এক ঘণ্টা ফেরার আপৎকালীন যানে বসে ছিলেন তারা। এর পর তাঁদের বলা হয় বিপদ কেটে গেলে তারা ফিরে যান মহাকাশ স্টেশনে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- রাশিয়া
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান