Russian Plane | ৫০ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে উধাও রাশিয়ার যাত্রীবাহী বিমান! মিলছে না কোনও খোঁজ!

Thursday, July 24 2025, 7:39 am
Russian Plane | ৫০ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে উধাও রাশিয়ার যাত্রীবাহী বিমান! মিলছে না কোনও খোঁজ!
highlightKey Highlights

মাঝ আকাশেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে খবর।


৫০ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে উধাও রাশিয়ার বিমান! মাঝ আকাশেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে খবর। সূত্রের খবর, এদিন সকালে চিনের সীমান্ত লাগোয়া টাইনডার উদ্দেশ্যে রওনা দেয় সাইবেরিয়ার এক এয়ারলাইন্সের অ্যানটোনভ এএন ২৪ যাত্রীবাহী বিমানটি। কিন্তু গন্তব্যের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকার সময় হঠাৎই র‌্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়েছে নাকি অন্য কোথাও অবতরণ করেছে, তা এখনও জানা যায়নি। ওই বিমানে ৫ জন শিশু সহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File