Russian Plane Crash | রাশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ শিশু সহ ৫০ যাত্রীরই, জানালো কতৃপক্ষ

রাশিয়ায় দুর্ঘটনাগ্রস্ত প্লেনে প্রায় ৫০ জন আরোহী ছিলেন, বিধ্বস্ত হয়ে যায় এবং সবাই প্রাণ হারান বলে সরকারি সূত্রে জানা গেছে।
চিনের সীমান্ত লাগোয়া টাইনডার উদ্দেশ্যে রওনা দিয়ে গায়েব হয়ে গিয়েছিল সাইবেরিয়ার এক এয়ারলাইন্সের অ্যানটোনভ এএন ২৪ যাত্রীবাহী বিমানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, গন্তব্যের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকার সময় হঠাৎই র্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। কয়েক মিনিট পরই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় আমুর অঞ্চলে। বিমানে পাইলট, ক্রু এবং ৫ জন শিশু সহ ৫০ জন যাত্রী ছিল। এলাকার গভর্নর অরলোভ জানিয়েছেন, এই দুর্ঘটনায় বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- বিমান দুর্ঘটনা
- বিমান