Russia-Ukraine | শনিতে ইউক্রেনের রেল স্টেশনে ড্রোন হামলা রুশ সেনার, মৃত অন্ততঃ ৩০

ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে ড্রোন হামলা চালাল রুশ সেনা।
তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এরই মাঝে শনিবার ফের ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে ড্রোন হামলা চালাল রুশ সেনা। সূত্রের খবর, এদিন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের ওপর একাধিক ড্রোন আছড়ে পড়ে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বহু যাত্রীর। দাউ দাউ করে জ্বলে ওঠে স্টেশন। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “রেলস্টেশনে রাশিয়ার এই হামলা অত্যন্ত নিন্দাজনক। এখনও পর্যন্ত আমরা ৩০ জনের মৃত্যুর খবর পেয়েছি।”