আন্তর্জাতিক

ইউটিউব লাইভস্ট্রিমে দেড় লিটার ভদকা খেয়ে মারা যান রাশিয়ার এক ব্যাক্তি

ইউটিউব লাইভস্ট্রিমে দেড় লিটার ভদকা খেয়ে মারা যান রাশিয়ার এক ব্যাক্তি
Key Highlights

ইউটিউবে লাইভস্ট্রিম করে লিটার লিটার ভদকা খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। দেড় লিটার ভদকা গলাধঃকরণের পর ঘটনাস্থলেই মারা গেলেন ৬০ বছরের এক রুশ নাগরিক। হাজার হাজার ইউটিউব দর্শকের চোখের সামনে ঘটল এই ঘটনা। ওই রুশ ব্যক্তি সাধারণের কাছে পরিচিত ঠাকুরদা নামে। তাঁর আসল নাম ইউরি ডাসকিন, বাড়ি ঘর ছিল না, রাস্তায় থাকতেন তিনি। গত সপ্তাহে রাশিয়ার স্মোলেনস্ক শহরে ঘটেছে এই ঘটনা। সম্ভবত এইভাবে ভদকা খাওয়ার জন্য কোনও ইউটিউবার তাঁকে টাকা অফার করেন। সোশ্যাল মিডিয়ায় নানা কিছু ট্রেন্ড হয়ে যায়, উদ্ভট স্টান্ট করার জন্য এখানে টাকা দেওয়া হয়, আবার অসংখ্য মানুষ তা লাইভ দেখেন।