Earthquake in Russia | ৮ রিখটারের তীব্র ভূমিকম্পে কাঁপলো রাশিয়া, জাপান-আমেরিকায় জারি সুনামি সতর্কতা
Wednesday, July 30 2025, 2:19 am
Key Highlightsতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রাশিয়ায় এই তীব্র ভূমিকম্পের জেরে জাপান ও আমেরিকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
সকাল ৮টা ২৫ মিনিটে তীব্র ভূমিকম্পে কাঁপলো রাশিয়া। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৮। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল জাপানের হোক্কাইডো থেকে ২৫০ কিলোমিটার দূরে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। ফলে জাপান ও আমেরিকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

