Mahatma Gandhi On Beer Cans | বিয়ার বোতলে গান্ধীর মুখ! ছবি প্রকাশ্যে আসতেই ফুঁসছে নেটপাড়া


বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি! বিতর্কে জড়াল রাশিয়ান মদ প্রস্তুতকারক সংস্থা।
এক চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলো নেটদুনিয়া। সম্প্রতি রাশিয়ার একটি মদ প্রস্তুতকারী সংস্থার বিয়ার ক্যানের কিছু ছবি ভাইরাল হয়েছে। ক্যানের গায়ে আঁকা রয়েছে ভারতের 'জাতির জনক' মহাত্মা গান্ধীর ছবি। আর এতেই ক্ষেপেছে নেটদুনিয়া। কেউ কেউ বলছেন এ ঘটনা 'চরম অপমানজনক', আবার কারো দাবি এটি 'ভারতের মূল্যবোধ ও এক বিলিয়ন ভারতীয়ের প্রতি অবমাননা'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপও দাবি করেছেন অনেকে। প্রসঙ্গত, রুশ ব্রিউয়ারি 'রেওয়ার্ট' এর এই বিয়ারের নামও রাখা হয়েছে ‘মহাত্মা জি’।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভাইরাল
- রাশিয়া
- খাদ্য
- পানীয়