Russian Oil | তেল ক্রয়ে ৫ শতাংশ ছাড়, ভারতের থেকে ওষুধ, যন্ত্র, চা এবং চালও কিনবে রাশিয়া?

রাশিয়ার দূতাবাসের তরফ থেকে জানানো হল, বর্তমানে ভারতের চাহিদার ৪০ শতাংশ তেল রাশিয়া থেকে আসছে গড়ে ৫ শতাংশ ছাড়ে।
ভারত রাশিয়ার থেকে তেল কেনায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে পুতিনের দেশ। এমনই যুক্তি দিয়ে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই আবহে এবার ভারতের ঢাল হল 'বন্ধু' রাশিয়া। সেদেশের দূতাবাসের তরফ থেকে জানানো হল, বর্তমানে ভারতের চাহিদার ৪০ শতাংশ তেল রাশিয়া থেকে আসছে গড়ে ৫ শতাংশ ছাড়ে। এরই সঙ্গে দূতাবাসের চার্জ দে'অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেন,'ভারতের পণ্য যদি বাজার না পায়, তাহলে রাশিয়া সেই সব পণ্য নেবে।' তিনি আরও জানান, ভারত থেকে ওষুধ, যন্ত্র, চা এবং চাল কিনবে রাশিয়া।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- রাশিয়া
- ভারত
- আমদানি-রপ্তানি