রাশিয়ার তাড়া খেয়ে আমেরিকার যুদ্ধজাহাজের চম্পট! মস্কো মিথ্যা বলছে এমনটাই দাবি ওয়াশিংটনের
Thursday, October 21 2021, 3:51 am
Key Highlightsজাপান সাগরে রাশিয়া ও চিন যৌথভাবে সামরিক মহড়া চালাচ্ছিল সেইসময় হঠাৎই রাশিয়ার জলসীমার ভিতর আমেরিকার একটি যুদ্ধজাহাজ ঢুকে পড়ে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এবিষয়ে দাবি করে বিধ্বংসী জলযানের তাড়ায় আমেরিকার ডুবোজাহাজ ফিরে যেতে বাধ্য হয়। যদিও মস্কোর এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন । আমেরিকার সামরিক বাহিনী এপ্রসঙ্গে বলেছে , ‘নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম যুদ্ধজাহাজ ‘চাফি’ যখন জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমায় টহলদারির কাজ করছিল, তখন রাশিয়ার একটি যুদ্ধজাহাজ তার খুব কাছে চলে আসে। যদিও দুই যুদ্ধজাহাজের মধ্যে কোনও গোলমালের পরিস্থিতি তৈরি হয়নি। কথোপকথন হয়েছে সম্পূর্ণ পেশাদারি কায়দায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি মিথ্যা।’
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- জাপান
- যুদ্ধজাহাজ

