Chernobyl | ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ হামলা, রাশিয়ার বিরুদ্ধে 'যুদ্ধাপরাধে'র অভিযোগ তুলে সরব ইউক্রেন

Friday, February 14 2025, 4:47 pm
highlightKey Highlights

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলা! রাশিয়ার বিরুদ্ধে 'যুদ্ধাপরাধে'র অভিযোগ তুলে সরব ইউক্রেন।


বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোনহামলা করেছে রাশিয়া। এর জেরে ওই কেন্দ্রটির সুরক্ষা কাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা না বাড়ায় হতাহত হয়নি কেউ। প্রাথমিকভাবে হামলার ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে রুশেরা। ইউক্রেন সিকিউরিটি সার্ভিসের দাবি, ঘটনাস্থলে পাওয়া ড্রোনটিএকটি রাশিয়ান মডেলের ড্রোন। এই আক্রমণ 'যুদ্ধাপরাধ'। তারা এ নিয়ে ফৌজদারি তদন্ত করবে। উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিকতা আইন অনুযায়ী, নাগরিকদের সম্পত্তি বলে বিবেচিত পারমাণবিক চুল্লিতে হামলা করা যায় না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File