রাজ্য

NEET 2025 | উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন, ডাক্তারিতেও উজ্জ্বল বর্ধমানের রূপায়ণ

NEET 2025 | উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন, ডাক্তারিতেও উজ্জ্বল বর্ধমানের রূপায়ণ
Key Highlights

উচ্চ-মাধ্যমিকে প্রথম হওয়ার পর আরও একবার টপ করলেন রূপায়ণ পাল। মেডিক্যালে ভর্তি পরীক্ষায় (NEET 2025) দেশে কুড়িতম স্থান অধিকার করেছেন বর্ধমানের এই ছাত্র।

আরো একবার জাতীয় মঞ্চে মুখ উজ্জ্বল হলো গোটা বাংলার। মেডিক্যালে ভর্তি পরীক্ষায় (NEET 2025) দেশে কুড়িতম স্থান অধিকার করেছেন বর্ধমানের ছাত্র রূপায়ণ পাল। রূপায়ণ জানিয়েছেন তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান। ভর্তি হতে চান দিল্লি এইমসে। পড়াশোনার শেষ করে আবার বাংলাতেই ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকেও ৫০০র মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ। তাঁর এই জোড়া সাফল্যে গর্বিত পরিবার।