Pahalgam Attack | জঙ্গি হামলায় কারোর ভেঙে গিয়েছে হাত, কারোর কপাল ফেটে ঝরছে রক্ত! সেই সময় ত্রাতা হয়ে উঠলো ১৬ বছরের ‘র‍্যাবিট গার্ল’!

Friday, April 25 2025, 2:11 pm
highlightKey Highlights

ভীতি কাটিয়ে নিজের মাটির কুঁড়ে ঘরটাকেই পর্যটকদের জন্য আশ্রয় কেন্দ্র করে তোলে সাহসী সেই মেয়ে রুবিনা।


চেন্নাই থেকে আসা এক দম্পতিকে ঘুরে দেখাচ্ছিলেন ভ্যালি। হঠাৎ গুলির শব্দ! কোনওমতে পালিয়ে আসে ১৬ বছর বয়সী ছিপছিপে কাশ্মীরি মেয়েটি! কিন্তু পরক্ষণেই খেয়াল আসে পর্যটকদের কথা। ফের পার্কে যায় সে। তখন আতঙ্কে ছুটছেন পর্যটকরা। কিন্তু ভীতি কাটিয়ে নিজের মাটির কুঁড়ে ঘরটাকেই পর্যটকদের জন্য আশ্রয় কেন্দ্র করে তোলে সাহসী সেই মেয়ে রুবিনা। তাকে কাশ্মীরে সবাই চেনে ‘র‍্যাবিট গার্ল’ নামে। ওর পোষা খরগোশটাই রুটিরুজি। কাশ্মীর বেড়াতে এসে পর্যটকরা অনেকেই সেই খরগোশের সঙ্গে ছবি তোলেন। বৈসরন ইকো পার্কে গাইডেরও কাজ করে রুবিনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File