রাজ্য

১৪ দিনের জন্য বন্ধ লোকাল ট্রেন চলাচল, অন্য রাজ্য থেকে বাংলায় এলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট

১৪ দিনের জন্য বন্ধ লোকাল ট্রেন চলাচল, অন্য রাজ্য থেকে বাংলায় এলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট
Key Highlights

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন কোভিড মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী বুধবারই জানিয়ে দিয়েছিলেন, এ রাজ্যে ট্রেনে করে এলেও এ বার থেকে ট্রেনে ওঠার ৭২ ঘন্টা পূর্ববর্তী করোনা নেগেটিভ রিপোর্ট প্রয়োজন। বৃহস্পতিবার দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছে রাজ্য। সেই নির্দেশিকাতে বলা হয়েছে, কোভিড সংক্রমণ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত।