PBKS vs RCB | ভরদুপুরে মুখোমুখি পাঞ্জাব এবং বেঙ্গালুরু, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

Sunday, April 20 2025, 3:38 am
highlightKey Highlights

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফের মুখোমুখি রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। আজ খেলছেন কারা কারা?


আজ ৩:৩০টায় মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। পঞ্জাবের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ/গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, জাভিয়ের বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন/রোমারিও শেপার্ড, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File