Royal Bengal Attack | বাঘের মুখে বনকর্মী! আঘাত করা সত্ত্বেও কামড়ে ধরে রাখলো রয়্যাল বেঙ্গল টাইগার! ভয়ঙ্কর কান্ড মৈপীঠে!

Monday, February 10 2025, 7:16 am
highlightKey Highlights

সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে এসে সোজা এক বনকর্মীর ঘাড়ে লাফিয়ে পড়ে বাঘটি।


বাঘে মানুষে লড়াই কাঁপছে মৈপীঠ! আচমকাই বনকর্মীর গায়ে ঝাঁপ মারলো রয়্যাল বেঙ্গল টাইগার! ঘটনায় শিউরে উঠেছে মৈপীঠ। গতকালই সেখানে ঢুকে পড়ে ওই বাঘটি। পায়ের ছাপ দেখে রাতে জাল পাতা হয়। আজ সকালে সেই বাঘের সন্ধানে বেরন বনকর্মীরা। সেই সময়ই হঠাৎ সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে এসে সোজা এক বনকর্মীর ঘাড়ে লাফিয়ে পড়ে বাঘটি। ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করা হলেও, ভয়ঙ্কর কামড়ে ধরে রেখেছিল বনকর্মীকে। শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জীবন মরণের লড়াই লড়ছেন ওই বনকর্মী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File