Rooftop Restaurants in Kolkata | আপাতত ভাঙা যাবে না ম্যাগমা হাউজ়ের রুফটপ রেস্তোরাঁ! মৌখিক নির্দেশ হাইকোর্টের!
Monday, May 5 2025, 11:54 am
Key Highlightsআপাতত ভাঙা যাবে না ম্যাগমা হাউজ়ের রুফটপ রেস্তোরাঁ, জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তর নির্দেশ, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।
আপাতত ভাঙা যাবে না ম্যাগমা হাউজ়ের রুফটপ রেস্তোরাঁ, জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তর নির্দেশ, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কলকাতার রুফটপ রেস্তোরাঁ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। এরপরই ম্যাগমা হাউজ়ের এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই ঘটনার বিরুদ্ধে মামলা করার আবেদন জানায়। তাদের অভিযোগ, সমস্ত রকমের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিচ্ছে। সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত সেই মামলা দায়ের করার অনুমতি দেন।

