IND vs BAN | রোহিতের হাত থেকে 'ফস্কে' গেলো অক্ষরের হ্যাটট্রিক! প্যাটেলের কাছে ক্ষমা চাইলেন ক্যাপ্টেন!

ক্যাপ্টেন রোহিত শর্মার ভুলে বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচে হ্যাটট্রিক হল না অক্ষর প্যাটেলের।
ক্যাপ্টেন রোহিত শর্মার ভুলে বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচে হ্যাটট্রিক হল না অক্ষর প্যাটেলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচের শুরু থেকেই পরপর উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এদিকে ক্রমশই হ্যাটট্রিকের সম্ভাবনা বৃদ্ধি পায়। দারুণ আগ্রাসী ফিল্ড সাজান অধিনায়ক রোহিত। স্ট্রাইকে থাকা জাকের আলির ব্যাটের কাণা ছুঁয়ে সোজা প্রথম স্লিপের দিকে চলে যায় অক্ষরের ডেলিভারি। বলটি লুফেও নিলেও তা তালুবন্দি করে রাখতে পারেননি ভারত অধিনায়ক। পরে অক্ষরের কাছে ক্ষমা চাইতে দেখা যায় রোহিতকে।