Rohit Sharma | ৭৬ বলেই সেঞ্চুরি! পুরোনো রোহিত শর্মাকে ফিরে পেলো ভারত!

Sunday, February 9 2025, 3:58 pm
highlightKey Highlights

এদিন কটকের ম্যাচে মাত্র ৭৬ বলেই সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এর মধ্যে ৯টি বাউন্ডারি, ৭টি ওভার বাউন্ডারি।


পুরোনো রোহিত শর্মাকে ফিরে পেলো ভারত। এদিন কটকের ম্যাচে মাত্র ৭৬ বলেই সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এর মধ্যে ৯টি বাউন্ডারি, ৭টি ওভার বাউন্ডারি। সেঞ্চুরিও পূর্ণ করলেন ছয় মেরেই। তাও আবার আদিল রশিদের ডেলিভারিতে ইনসাইড আউট শটে। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই যেন হারিয়ে গিয়েছিল রোহিতের সেই দাপট। ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিনসুইপ হওয়া। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না রোহিত। এদিকে রঞ্জি ট্রফিতেও ফুল ফর্মে ছিলেন না রোহিত। তবে এদিনের পারফর্মে খুশি ভারতের ক্রিকেট প্রেমীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File