kerala | কেরলের স্কুলে বাধ্যতামূলক করা হলো রোবোটিক্স শিক্ষা ! ৪.৩ লক্ষ পড়ুয়া শিখতে পারবে প্রযুক্তির খুঁটিনাটি

Monday, May 19 2025, 10:43 am
highlightKey Highlights

কেরল সরকারের তরফে বলা হয়েছে, দশম শ্রেণির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হচ্ছে রোবট জ্ঞান।


প্রযুক্তির সাথে আধুনিকরণ হচ্ছে শিক্ষাব্যবস্থারও। দেশের প্রথম রাজ্য হিসেবে এবার কেরলের দশম শ্রেণীর সিলেবাসে যোগ করা হলো রোবোটিক্স নামক বিষয়। রবিবার কেরল সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দশম শ্রেণির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হচ্ছে রোবট জ্ঞান। বইটির প্রথম পার্টের ষষ্ঠ অধ্যায়ে রোবট সম্পর্কে সাধারণ তথ্য শেখানো হবে পড়ুয়াদের। আগামী ২ জুন থেকে রাজ্যের ৪.৩ লক্ষ পড়ুয়া হাতে কলমে শিক্ষা নেবে রোবটিয় জ্ঞানের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File