Robbery | দার্জিলিং মেলে ছিনতাই দুষ্কৃতীদের, খোয়া গেলো ৫০ হাজার টাকা! আতঙ্কে যাত্রীরা

Saturday, January 3 2026, 2:03 pm
Robbery | দার্জিলিং মেলে ছিনতাই দুষ্কৃতীদের, খোয়া গেলো ৫০ হাজার টাকা! আতঙ্কে যাত্রীরা
highlightKey Highlights

শুক্রবার রাতের ডাউন দার্জিলিং মেলে অর্থাৎ এনজেপি থেকে শিয়ালদহ আসার সময়ে ছিনতাই হয়।


শুক্রবার রাত ৩টে নাগাদ ডাউন দার্জিলিং মেলে অর্থাৎ এনজেপি থেকে শিয়ালদহ আসার সময়ে এসি থ্রি টিয়ার কামরায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ওইদিন বর্ধমান স্টেশনে মেল ট্রেন ঢুকতেই হঠাৎ এক দুষ্কৃতী এক মহিলা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ওই যাত্রীর স্বামী বলেন, ‘ওই ব্যাগে নগদ প্রায় ৫০ হাজার টাকা, দামি একটি মোবাইল ফোন ও আধার কার্ড, প্যান কার্ড ছিল।’ যাত্রীদের অভিযোগ, ‘এসি কামরাতেও ছিল না কোনও নিরাপত্তারক্ষী।.. নিরাপত্তার গাফিলতির কারণেই ছিনতাইয়ের ঘটনা ঘটল।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File