করোনা পরিস্থিতিসাবধান! আপনি কি মাস্ক ব্যবহার করেছেন না? তাহলে কোভিড কেয়ার সেন্টারে ডিউটি দিতে হবে আপনাকে।
করোনা ভাইরাস-এর বিরুদ্ধে যেখানে গোটা বিশ্ব প্রতিনিয়ত লড়াই করে চলেছে, সেই পরিস্থিতিতে লক্ষ্য করা হয়েছে অনেকেই সরকারি বিধিনিষেধের কোনো তোয়াক্কা না করে মাস্ক না পরে জনসম্মুখে চলাফেরা করছেন। সেই কারণে বুধবার গুজরাট হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, যে যাঁরা এই তালিকাভুক্ত হবে তাঁদের শাস্তিস্বরূপ ৫-১৫ দিন কোনও কোভিড কেয়ার সেন্টারে দৈনিক ৪-৫ ঘণ্টা ডিউটি করতে হবে। সেখানে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাফাই, রান্নাবান্না, চিকিৎসা ছাড়া যে কোনও কাজে সাহায্য করার কাজ করতে হবে। যা সাজাপ্রাপ্তের শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ ও নিয়মভঙ্গের গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হবে।