ইউরো কাপ খেলা দেখতে ইংল্যান্ডে গিয়ে করোনা আক্রান্ত হলেন ঋষভ পন্থ
Thursday, July 15 2021, 10:55 am
Key Highlightsভারতীয় ক্রিকেট টিমের এক সদস্য ইংল্যান্ডে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছিল বৃহস্পতিবার সকালেই । ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরা ইংল্যান্ডে উপস্থিত থাকলেও তাঁদের উইম্বলডন ও ইউরো দেখতে যাওয়ার নিষেধ ছিল। জানা যাচ্ছে করোনা পরিস্থিতির জন্যই এই বিধিনিষেধ ছিল। তবে সেই বিধিনিষেধ অমান্য করেই খেলা দেখতে যান ঋষভ পন্থ। ৩০ জুন ফুটবল গ্যালারির ছবিসহ টুইট করেন ঋষভ। জানা যাচ্ছে মোট দু'জন খেলোয়াড়ের সর্দি, কাশির মতো হালকা লক্ষণ ছিল। তবে দু'জনেই এখন প্রায় সুস্থ রয়েছে। ইতিমধ্যে করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে একজনের। রবিবার আবারও পন্থের করোনা পরীক্ষা করা হবে রিপোর্ট নেগেটিভ এলেই, তিনিও যোগ দেবেন টিমের সঙ্গে।